নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বাধ্যক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডা. আব্দুস ছামাদ পাটোয়ারী ও একই দিনে জামাতা আলহাজ্ব ডা. শাহ আলম পাটোয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন
শনিবার দুপুরে শশুর ও রাতে জামাতার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে রাজারগাঁও ঈদগাহ ময়দানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে শশুর বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস ছামাদ পাটোয়ারীকে গার্ড অব অর্নার ও জামাতার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা জানাজার পূর্বে মরহুমদের নিয়ে স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা পরিশোধের চেয়ারম্যান আলহাজ্ব উছমান গণী পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, রাজারগাঁও ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আনিছুর রহমান, রাজারগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাও: আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট ব্যবসায়ী মো: সিদ্দিকুউভয়ের জানাজার ইমামতি করেন রাজারগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব আব্দুল কুদ্দুছ। জানাজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, বীর মুক্তিযোদ্ধাগণ, বাজারের ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন