হাজীগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বস্তুনিষ্ঠ সাহসী নিরপেক্ষতাকে সঙ্গী করে দেশের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিন পত্রিকার হাজীগঞ্জ উপজেলার প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর উদ্যোগে বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৪ টায় হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ সময় কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

কেক কাটা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবসমাজ পত্রিকার প্রধান সম্পাদক গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি হাসান মাহমুদ, প্রেসক্লাব সদস্য ও ইলশেপাড় পত্রিকার বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস এম চিশতী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার প্রতিনিধি এস.এম মিরাজ মুন্সী, চাঁদপুর প্রবাহ প্রতিনিধি মেহেদী হাছান সর্দার, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম, প্রেসক্লাবের সদস্য ও ইলশেপাড় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ, দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি রেজাউল করিম নয়ন, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সুজন দাস, দৈনিক চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মঞ্জুর আলম পাটওয়ারী, চাঁদপুর সময় এর প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক কালবেলার প্রতিনিধি মজিবুর পাটওয়ারী, দৈনিক শপথ পত্রিকার প্রতিনিধি রিয়াজ শাওন, দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিজয় টিভির প্রতিনিধি সুব্রত বাপ্পি, আজকের দেশকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি কাউছার উদ্দিন, বিশেষ প্রতিনিধি জসিম উদ্দিন, ওমর ফারুক, তারেক আজিজ, পপুলার বিডি নিউজের প্রতিনিধি হোসেন বেপারী, মানবসমাজ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাছান রিমেল ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম এর আহবায়ক আবু বকর ছিদ্দিক সুমন প্রমুখ।

এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে এদেশের মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে পাঠকের প্রিয় পত্রিকা এখন দৈনিক যায়যায়দিন। তাই সকল উন্নয়ন কাজে সাংবাদিক ও প্রশাসন এক সাথে কাজ করলে খুব দ্রুত হাজীগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হবে।

Loading

শেয়ার করুন: