হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল কেটে চুরি

 


নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের গ্রীল কেটে নগদ ১ লাখ ৯৪ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই সংক্রান্ত বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে গ্রীল কেটে ও তালা ভেঙে চোরচক্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষ ও হিসাব রক্ষকের কক্ষে প্রবেশ করে। সিসি ফুটেজে দেখা যায় এক যুবক হিসাব রক্ষকের স্টীলে আলমারী ভেঙে নগদ টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়েন।

আজ সকালে হাসপাতালে এসে পরিচ্ছন্ন কর্মী জসিম উদ্দিন ও ইসমাইল হোসেন চুরি ঘটনার আলামত দেখতে পায়। পরে চুরি বিষয়টি হাজীগঞ্জ থানাকে অবগত করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিসি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করার চেষ্টা চলছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা জানান, গ্রীল কেটে নগদ টাকা চুরি হয়েছে। তবে ওই টাকা হাসপাতালের নয়। এটা হাসপাতালের সহকারি হিসাব রক্ষক হাফিজুর রহমান ব্যাক্তিগত টাকা। তবে হাসপাতালে তেমন কিছু খোয়া যায়নি।

Loading

শেয়ার করুন: