স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদরের রাঢ়িরচর পাটওয়ারী বাড়ির প্রবীণ মুরব্বি আবদুল আউয়াল পাটওয়ারী গুরুতর অসুস্থ্ হয়ে ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার থেকে চিকিৎসাধীন। তিনি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির চাচা।
প্রিয় চাচার অসুস্থ্তার খবর পেয়ে বুধবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ছুটে যান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। প্রায় ২৫ মিনিট তিনি তার চাচার মাথার কাছে দাঁড়িয়ে ছিলেন। তিনি গভীর মমতায় চাচার হাত জড়িয়ে ধরে চুমু খান। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: হুমায়ুন কবীরসহ সিনিয়র চিকিৎসকগণ।
এর আগে গত বছর চাঁদপুর সদরের শাহতলীতে দৈনিক যুগান্তরের সাবেক ইকোনমিক এডিটর হেলাল উদ্দিনের মালিকানাধীন পরিবেশবান্ধব কংক্রিট ব্লকস উৎপাদন কারখানা প্রিমিয়াম ইকো ব্লকসের বাজারজাতকরণ উদ্বোধন করেন। সে সময় অনুষ্ঠানে ডা. দীপু মনি চাচা আবদুল আউয়াল পাটওয়ারীকে সামনে পেয়েই বুকে জড়িয়ে ধরেন এবং মাথা নীচু করে কদমবুচি করেন।
শিক্ষামন্ত্রীর এমন বিনয় দেখে সবাই তখন বিষ্মিত ও মুগ্ধ হয়েছিলেন। আব্দুল আউয়াল পাটওয়ারী সাংবাদিক হেলাল উদ্দিনের ভগ্নিপতি।