নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর মহর এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে গতকাল ১৯ মার্চ মঙ্গলবার ২ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় টিম।
সহকারী পরিচালক নূর হোসেন জানান,মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নতুন বাজারের নিপা ফার্মেসিকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে এবং নোংরা ময়লাযুক্ত দধি বিক্রি অবস্থায় বাস স্ট্যান্ড এর মরিয়াম সুইটসকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে।
জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়ন টিম চাঁদপুর বাজার তদারকির এই অভিযানে সহযোগিতা করে।