২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সমাবেশ

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ আগস্ট ) বিকালে শহরের জেএন সেন গুপ্ত রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনের নিচে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২০০৪ সালের আজকের দিনে শেখ হাসিনার সভাস্থল বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়ে ছিল। খালেদা জিয়া চেয়েছে শেখ হাসিনাকে নিঃচিহ্ন করে দিতে । ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করেছিল। তারাই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। খালেদা জিয়া রাস্ট্রক্ষমতায় থেকে ২০০৪ সালের ২১ আগস্ট কি উপহার দিয়ে ছিল তা বাঙ্গালি জাতি জানে। সে দিন তারেক রহমানের নেতৃত্বে আর নির্দেশে হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যা করার নিল নকশা করে গ্রেনেড হামলা করেছিল।

 

Loading

শেয়ার করুন: