২৯ অক্টোবর চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে

মেঘনা বার্তা ডেস্ক।।

চাঁদপুরে ২৯ অক্টোবর পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে। সে লক্ষে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে সংক্ষিপ্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়,আসিফ মহিউদ্দিন,জেলা কমিটির সভাপতি ডা: শহীদুল্লাহ,প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ,সিপিও অলিউল্লাহ,কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সেক্রেটারী সুফি খায়রুল আলম খোকন,পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল,উপজেলা কমিটির সভাপতি সালেহউদ্দিন জিন্নাহ,সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং এস আই বকুল বড়ুয়া।

সভায় অনুষ্ঠানের পরিকল্পনা করাসহ অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে প্রধান অতিথি রাখার প্রস্তাব করা হয়।

উল্লেক্ষ্য, এবার জেলা শহরে একটিসহ প্রত্যেক উপজেলা শহরেও একই দিনে অনুষ্ঠান করা হবে।

Loading

শেয়ার করুন: