ছেংগারচর পৌর ওয়ার্ড আ’লীগের যৌথ কর্মী সভা

মনিরা আক্তার মনি :

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর নির্দেশে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর বুধবার বিকেলে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাড. মহসিন মিয়া মানিক, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আল আমিন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রকিব হাসান মুন্না, ইদ্রিছ আলী বেপারি, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, আমান উল্লাহ সরকার, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রেহান উদ্দিন খান প্রমুখ।
হাসান কাইয়ুম চৌধুরী বলেছেন, আমরা দেখছি চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু স্বাধীনতা, দেশবিরোধী এবং প্রতিক্রিয়াশীল চক্রের কারো কোনো স্থানই থাকবে না।

তিনি আরো বলেন, দেশের চলমান অবস্থায় আমাদের সবাইকে দ্বিধা-দ্ব›দ্ব ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সংগঠনের কাজকে এগিয়ে নিতে সেই কারণে তৃণমূল থেকে কাজ করতে হবে।
আমরা এ নিয়ে চতুর্থবার সরকার পরিচালনা করছি। দীর্ঘদিন সরকারে থাকলে সাংগঠনিক কাজে কিছুটা ভাটা পড়ে। কিন্তু এখনই আমাদের সময় সাংগঠনিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া।

Loading

শেয়ার করুন: