মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহকে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন

মনিরা আক্তার মনি :

মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. অলি উল্যাহ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় বিভিন্ন দলীয় নেতা-কর্মী ও হাজার হাজার মুসল্লী অংশগ্রহন করেন। এতে ইমামতি করেন- মরহুমের নাতি আবদুল্লাহ জিসান।

আলহাজ্ব অলি উল্যাহ সরকার ২৬ জুলাই শুক্রবার ৪.৩০ মিনিটে তার নিজ বাসায় স্ট্রোক করলে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্বব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তাকে শেষ দেখা দেখতে আসেন এলাকা সর্বদলীয় নেতাকর্মীরা।

২৭ জুলাই শনিবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই নাহিদ হোসেন’সহ পুলিশ ফোর্স তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. অলি উল্যাহ সরকারের কফিনে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পক্ষে, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আ.লীগ, পৌরসভা পরিষদ, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, সাবেক ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক, ড. এনামুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. রুহুল আমিন সরকার, মরহুমের মেজো ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মল হক, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, ছেংগারচর ইউপির সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, চাঁদপুর জজ কোর্টের পিপি এডভোকেট আমান উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী । বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. অলি উল্যাহ সরকারের মৃত্যুকালে তার বয়স ৯০ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ছেংগারচর পৌরসভাস্থ বালুরচর গ্রামে অলি উল্যাহ সরকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। সাবেক ছেংগারচর ইউনিয়নকে পৌরসভা গঠনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। পরবর্তীতে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতির দায়িত্বরত ছিলেন। মতলব উত্তর উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি ছিলেন। তাঁর পরিবার ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের জমিদাতা। তিনি একাধিকবার ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজ ও ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজং কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণÑ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, পৌর আ.লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতি, মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরাম, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী এসোসিয়েশন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটি, মতলব উত্তর উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, মতলব উত্তর প্রজন্ম শিল্পী গোষ্টী’সহ বিভিন্ন সংগঠন।

Loading

শেয়ার করুন: