
কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
পূর্ব চান্দ্রা দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মাল, মুজাদ্দেদে জামান, কুতুবে আলম, আমিরুশ শরীয়াত ও তরীকত হযরতুল আল্লামাহ শাহ্ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী রহ. এর স্মরণে আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া কমিটি ও নয়াহাট বাজার ব্যবসায়ীবৃন্দ আয়োজিত ৩০তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হওয়া ফরিদগঞ্জের নয়াহাট বাজারের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী মাহফিলের দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সেরহিন্দ শরীফের দরবারে মুজাদ্দেদে আলফে-সানী রা. এর দোয়াগীর পীরে তরীকত আল্লামাহ হাফেজ মো. আতিক উল্যাহ খান নকশবন্দী মুজাদ্দেদী সাহেব।
মাহফিলে প্রধান মেহমান ও সভাপতি হিসেবে আসন অলংকৃত করেছেন মুনাজারে আহলুস সুন্নাহ, চান্দ্রা দরবার শরীফের পীর ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী সাহেব। প্রধান বক্তা হিসেবে চমৎকার আলোচনা পেশ করেন কচুয়ার গাউসিয়া সোবহানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবুল হাশেম মিয়াজী। বিশেষ বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন ঢাকার দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ আল কাদেরী। ধর্মীয় আলোচনা রাখেন হাঁসা আল আমিন মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি হাবিবুর রহমান মোহেব্বী, ফরিদগঞ্জের বদরপুর মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম সাইফী, চান্দ্রা দরবার শরীফের খাদেম ক্বারী রিয়াজুল ইসলাম সাইফী এবং নয়াহাট বাজার পশ্চিম মাথা জামে মসজিদের খতিব মাওলানা মোফাজ্জল হোসেন।
মাহফিলের আখেরি মোনাজাতে দেশ ও বিদেশের মুসলিম উম্মাহর জন্য এবং এলাকার সকল কবরবাসী, বাজারের ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য দোয়া করেন দোয়াগীর হাফেজ মো. আতিক উল্যাহ খান নকশবন্দী মুজাদ্দেদী। আখেরি মোনাজাতের পর উপস্থিত মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।