উপাচার্যের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি :

উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) শিক্ষার্থীরা। যার ফলে এই সড়কে দীর্ঘ যানজটে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে শহরের খলিশাডুলি ওয়াবদাগেইট সড়কে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতারের এক দফা দাবী নিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তবে দুপুর পর্যন্ত সড়কের শৃঙ্খলা ফিরাতে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের কাউকে দেখা যায়নি।

একদিনের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। দুপুর ১ টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে কর্মসূচি সমাপ্ত করেন।

গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবীতে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্যের নাসিম আখতার ও রেজিস্ট্রার মেজর মো. আবদুল হাই (অব.) এর পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

এতেও কোন সমাধান না হওয়ায় গত বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন ফখরুদ্দিন ওমর, সায়েম, রাকিবুল, কবির, নিহাল ও মো. সিয়াম হোসেন।

এদিকে পদত্যাগের দাবী উঠার পর থেকেই উপাচার্য আত্মগোপনে রয়েছেন এবং সংবাদমাধ্যমকে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি বিষয়ে ১৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

Loading

শেয়ার করুন: