চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

জেলা প্রতিনিধি,চাঁদপুর ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫টি ইউনিয়নে গত ৫ আগস্টের পর চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক এর স্বাক্ষরকৃত এই আদেশ  গণমাধ্যমের হাতে আসে। ওই আদেশে বলা হয়, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ইউনিয়ন পরিষদ জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্রের আলোকে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণের অনুপস্থিতিতে নিম্নবর্নিত কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগ প্রাপ্ত প্রশাসকরা হলেন- সাচার ইউনিয়নে কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ,বিতারা ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , পালাখাল মডেল ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, কচুয়া দক্ষিণ ইউনিয়নে উপজেলা সমবায় অফিসার ,গোহট উত্তর ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া বলেন, চাঁদপুরের কচুয়া উপজেলা ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া দুইটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে।  ফলে ইউনিয়ন পরিষদগুলোতে অচলবস্থা তৈরি হয়েছে। এ কারণে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এই পরিস্থিতিতে  উপজেলার  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্থলে এ নিয়োগ দেয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: