চাঁদপুরে জাটকাসহ পিকআপ জব্দ

চাঁদপুরে জাটকাসহ পিকআপ আটক করেছে পুলিশ। সোমবার দিবগত রাত ৩টায় কালিবাড়ীর মোড় থেকে পিকআপ ভর্তি জাটকা আটক করেন তারা। আটককৃত জাটকাগুলো সোমবার সকাল চাঁদপুরের বিভিন্ন এতিমখানা বিতরন করেন তারা।

পুলিশ জানান, সোমবার দিবাগত রাতে তারা কালিবাড়ী মোড়ে অবস্থান করে তাদের দায়িত্ব পালন করছিলেন। জাটকাসহ পিকআপ আসার পথে পুলিশের গাড়ি দেখে তারা পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পিকআপ থামিয়ে চালকসহ সবাই চলে যাওয়ায় তাদের সন্ধেহ হয়, দ্রুত পুলিশ পিকআপের কাছে গিয়ে ডামভর্তি জাটকা দেখতে পরে।

পরে তারা চারদিকে অনেক খোঁজা খোঁজি করে কাউছে আটক করতে পারেনি। পরে জাটকাসহ পিকআপটি চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, সোমবার দিবাগত রাত চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কয়েকজনকে সাথে নিয়ে দায়িত্ব পালন করার সময় জাটকাসহ পিকআপটি আটক করা হয়।

আটকের পর বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, কোস্টগার্ডকে অবগত করি। সোমবার মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে আটককৃত জাটকাগুলো চাঁদপুরের বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।

তিনি বলেন, এ জাটকাগুলো যদি না মারতো, তাহলে অভিযানের পর কয়েকশত গাড়ি ইলিশ ইলিশ হত, যারা এ ধরনের কর্মকান্ড করে, তারা দেশ ও জাতির শ্রুত্র। ক্যাপশানঃ চাুদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আটককৃত জাটকাগুলো এতিমখানায় বিতরন করছেন।

Loading

শেয়ার করুন: