চাঁদপুরে দেড় টন জাটকাসহ আটক-২

চাঁদপুর শহরের পুরানবাজারে দেড় টন ঝাটকা সহ শফিকুল বেপারী (২০) ও সাগর মিয়া (৩৪)কে আটক করেছে পুরানবাজার পুলিশ ফাঁড়ি।শুক্রবার (১৯ মার্চ) ভোড় সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজারের দোকানঘর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে থাকা ১১ ড্রাম ঝাটকা (আনুমানিক দেড় হাজার কেজি) জব্দ করা হয়।

এ সময় গাড়ির চালক সহ ২ জনকে আটক করা হয়। ঝাটকাগুলো লক্ষীপুর ইউনিয়ন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলো।

জানা যায়,পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টা থেকে দোকানঘর এলাকায় উৎপেতে থাকে পুলিশ। পরে ভোড় সাড়ে ৪টায় দোকানঘর এলাকায় পিকআপ ভ্যানে মাছগুলো পাচারকালে পুলিশ তাদের ধরে ফেলে।

এ সময় ১১ ড্রাম ঝাটকাসহ ২ জনকে আটক করা হয়। পরে সকাল ৯টায় উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে শহরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়।

এ ব্যপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন,ঝাটকা বিরুধী অভিযানে পুলিশ বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। শুক্রবার ভোড়ে পুরানবাজার পুলিশ ফাড়ির অভিযানে দেড় টন ঝাটকাসহ ২ জনকে আটক করা হয়ছে। এ অভিযানের ধারা অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ,পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম,মৎস দপ্তরের ফিল্ড এ্যাসেসটেন্ট মোঃ রিয়াজুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে মৎস আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Loading

শেয়ার করুন: