নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে পুলিশের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনায় শাকিল হোসেন বেপারী(১৯) নামে এক জেলে নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
নিহত জেলে শাকিল হোসেন বেপারী চাঁদপুর সদর উপজেলার গোয়াল নগর এলকার রহিম বেপারীর ছেলে ।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গত ১৭ অক্টোবর বিকাল ৩টায় চাঁদপুর উপজেলার লক্ষীরচর এলাকায় পদ্মা নদীতে একদল অসাধু জেলেকে ১০-১২টি নৌকাযোগে নদীতে মাছ ধরতে দেখে পুলিশ। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনাকালে তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে জেলেরা এলোপাথারি ইট -পাটকেল নিক্ষেপ করে আমাদের স্পিডবোটের নিকট এসে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। পরে ধাওয়া করে আমরা ৭ জনকে গ্রেফতার করি। এসময় শাকিল হোসেন বেপারী নামে এক জেলে পালানোর উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয়। অনেক খোঁজা-খুজি করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। এবিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, শাকিল পালানোর উদ্দেশ্যে চলন্ত নৌকা হতে নদীতে লাফ দেয়ার পর নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে জখম হয়ে পানিতে ডুবে যায়। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর উপজেলার বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আচকা বাজার নামাক এলাকা থেকে তার মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
এবিষয়ে রাজরাজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হজরত আলী বেপারী এক প্রশ্নের জবাবে বলেন, নিহত ছেলেটি নিবন্ধিত জেলে কি না আমার জানা নেই । তবে বাবা রহিম বেপারী নিবন্ধিত জেলে।