চাঁদপুরে ফেন্সিডিল ও পিকআপ ভ্যান সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিল ও ১টি পিকআপ ভ্যান সহ ২জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার(২৫ অক্টোবর) হাজীগঞ্জ থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড হতে ০১টি পিকআপ ভ্যানে ১৩৮ বোতল ফেনসিডিল সহ ০২ মাদক কারবারিকে আটক করা হয়।

এসআই (নিঃ)/আব্দুল্লাহ এর নেতৃত্বে হাজীগঞ্জ থানার একটি চৌকস দল গত ২৫/১০/২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় হাজীগঞ্জ থানাধীন পৌরসভার ০৮নং ওয়ার্ডের টোরাগড় কাজী বাড়ি কুমিল্লা টু চাঁদপুর গামী আঞ্চলিক মহাসড়কের দক্ষিন পার্শ্বে পলাশ সিএনজি অটো পার্টস হাউজ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০১(এক)টি পুরাতন মিনি পিকআপ যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্টো ন-১৫-৩৮১৮, সহ দুইজন আসামীকে গ্রেপ্তার করে হাজীগঞ্জ থানা পুলিশ। পিকআপ গাড়িটি তল্লাশী করে পিকআপের আসনে বসা ১নং আসামি মোঃ রুবেল(৩১) এর বাম পায়ের নিচে রাখা অবস্থায় ০১(এক)টি সাদা রং এর প্লাস্টিকের ব্যাগের ভিতরে রক্ষিত ৮০(আশি) বোতল ফেন্সিডিল এবং গাড়ীর সামনে ডান পার্শ্বের চালক নুরে আলম (৩০)এর আসনের পায়ের নিচে রাখা অবস্থায় ০১(এক)টি সিমেন্টের বাজার ব্যাগের ভিতর রক্ষিত ৫৮(আটান্ন) বোতল ফেন্সিডিল সহ সর্বমোট ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য ৮,০৭,০০০/- (আট লক্ষ সাত হাজার) টাকা মাত্র। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের নাম ১। মোঃ রুবেল(৩১), ২। নুরে আলম (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় জানায় যে, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রয় করার জন্য পিকআপগাড়ী যোগে বহন করে তারা। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ- ২৬/১০/২০২৩ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮/৪১ রুজু করা হয়। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

Loading

শেয়ার করুন: