চাঁদপুর কলেজ ছাত্রদল নেতা আটক

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে পুরানবাজার লোহার পুল এলাকা হতে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান।

জানা যায়, চাঁদপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজারের রয়েজ রোডের ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তিনি শংকর দত্ত ও পাখী দত্ত দম্পতির ছেলে।
তন্ময় দত্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর থানায় ৪টি মামলা রয়েছে এবং সে চিহ্নিত অপরাধী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: