চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

 

নিজস্ব প্রতিনিধি:

 

সারাদেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি পালন করছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে হাজিগঞ্জ কার্যালয়ের সামনে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরি সেবা অক্ষুন্ন রেখে কর্মবিরতি চলমান রাখার কথা তুলে ধরেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফারুক হোসেন জানান, দুইদিন ধরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিন শতাধিক কর্মকর্তা- কর্মচারী এই কর্মসূচিতে যোগ দেয়। দাবীগুলোর মধ্যে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বিধি সমন্বয় সাধন করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণ করতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির কর্মকর্তা কর্মচারীদের সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদের সমন্বয় সাধন করতে হবে। এসব দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Loading

শেয়ার করুন: