স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জামায়াত ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। এসময় তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে গত ১৭ বছর সুখে থাকতে দেয় না ঘরে ঘুমাতে দেয় না। বিশেষ করে তারা জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেলে নিয়েছে। স্বৈরাচার সরকার জামায়াত শিবিরের নেতাকর্মীদেরকে একে একে ফাঁসি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতার মূল মন্ত্র হলো বৈষম্য বিরোধ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মাঝে টেন্ডার জুলুমবাজ এসবের ভিতরে নাই তারা জনগণের সেবক হতে চায়। জামায়াতে ইসলামী এদেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাজাহান খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সুলতান মাহমুদ।
চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মো: আবদুল কাইউম শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: সাইফুল ইসলাম (আফনান) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নং চান্দ্রা ইউনিয়ন। সেক্রেটারী মনির হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক, জিয়াউল হক মিলন পাটওয়ারী।
চাঁদপুর সরকারী কলেজ মাঠে চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক মরহুম মোহাম্মদ হোসেন খানের জানাজার একাংশ। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী,গণ্যমান্যব্যক্তিবর্গ,সাং বাদিক,শিক্ষক,আইনজীবী ও সুধীজন অংশ নেন।