নিজস্ব প্রতিবেদক:
জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর শুক্রবার বিকালে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হল রুমে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি রাধা গোবিন্দ গোপ। সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর খুনিরা সেদিন চিন্তা করেছিল এ চার নেতা যদি জিবীত থাকে তাহলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। তাই তাদের কে জেলের মধ্যেই হত্যা করেছিল। আজকে আমরা সেই জাতীয় চার নেতাকে স্মরন করে দিবসটি পালন করছি। গত ২৮ তারিখ সরকার বিএনপিকে সমাবেশ করতে দিয়েছে। পুলিশ কে সেই ভাবে নির্দেশ দেয়া হয়েছিল যেন শান্তিপূর্ন ভাবে তারা সমাবেশ করতে পারে । কিন্তু তারা কি করলো, দায়িত্ব পালন কালে পুলিশ সদস্যকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করলো। আমরা আর কোনো আগুন সন্ত্রাস ও পুড়িয়ে মানুষ মারাকে রাস্তায় নামতে দেব না। ডাঃ দীপু মনি কে চাঁদপুরের মানুষ ভালবাসে। তাই তো উন্নয়ন সমাবেশে তার প্রমান মিলেছে। বিএনপি যতবার রাস্ট্র ক্ষমতায় এসেছে তারা গনতান্ত্রিক ভাবে আসেনি। তাদের জম্ম হয়েছে ধ্বংসের জন্য। আর আওয়ামী লীগের জম্ম হয়েছে মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।
আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ন কবির সুমন,পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খান, আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস প্রমুখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন মফিজুর রহমান ঢালী ও গীতা পাঠ করেন রাধা গোবিন্দ গোপ।