ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের স্বর্ণখোলা রোডে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের খান বাড়ির হাফিজ খানের ছেলে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।

গাছ কাটার কাজ করতে যাওয়া আরেক শ্রমিক আল আমিন বলেন, ‘আমরা তিনজন সকালে ওই বাড়িতে জয়তুন গাছের ডাল কাটতে আসি। জামাল খান গাছের ডাল কাটতে উঠে হঠাৎ করে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ’ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। চিকিৎসা দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ’একজন গাছ থেকে পড়ে মারা যাওয়ার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Loading

শেয়ার করুন: