
নিজস্ব প্রতিবেদক:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ সংক্রান্ত সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব মেলা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পরিবেশ সংক্রান্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েস আহমেদ প্রধানীয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জুলাই বিপ্লবকে ঘিরে তারুণ্য মেলা। দেশে একটি পরিবর্তনের হাওয়া লেগেছে। দেশের সংস্কৃতি, সুশাসন, সাম্যতা ও শৃঙ্খলা বদলাতে চাই। পলিথিন ব্যবহার জিরো করা যাবে না। তবে পলিথিন ব্যবহার করার কারণে পরিবেশ যাতে দূষিত না হয়, তা আমরা করতে পারবো। শুধু এই জন্য আমাদের সচেতন হতে হবে। আমরা চাইলেই পলিথিন ব্যবহার বন্ধ করতে পারি। তারুণ্যের মেলাতেও যত্রতত্র পলিথিন পড়ে আছে। মেলা কতৃপক্ষের দায়িত্ব এটি পরিস্কার করা। সড়কে উচ্চস্বরে হর্ণ বাজানো হচ্ছে। এতে করে মানুষের ক্ষতি হচ্ছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং থাকবে না, তাহলেই দেশ বদলাবে। এটি সবার নিজ নিজ দায়িত্ব। সংস্কার শব্দটি পজিটিভ কিন্তু কেউ বদলাতে চায় না। সবাই দাবি দাওয়া তুলে মিছিল মিটিং করে কিন্তু তারা নিজেরাই বদলায় না। আমাদের প্রতিটি কাজ নিয়েই চিন্তা করতে হবে। আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, এটি চিন্তা করলে আমরা পরিবর্তন হবো। আপনাকে দেখে আরো মানুষ পরিবর্তন হবে। দেশ বলানোর দায়িত্ব প্রশাসনের একার নয়, এটি সবার দায়িত্ব। আমরা দেশটাকে এমন ভাবে বদলাতে চাই, যাতে কোন মানুষ বঞ্চিত না হয়। দেশ পরিবর্তনের দায়িত্ব সবাইকে নিতে হবে। সমাজের যত অনাচার বৈষম্য আছে সব আমরা বদলাতে চাই।