পুরানবাজার মধুসূদন মাঠে তালতলাকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে সোনালী অতীত ক্লাব

 

স্টাফ রিপোটার ॥

পুরান মজার মধুসূদন মাঠে অনুষ্ঠিত সানরাইজ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় তালতলা ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় তালতলা ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব। তালতলা ক্লাব কে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সোনালী অতীত ক্লাব।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

সানরাইজ ক্লাবের সভাপতি ও সাবেক ক্রিকেটার সঞ্জয় দাস সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.বাবর বেপারি ( জহির উদ্দিন)।

সানরাইজ ক্লাবের কর্মকর্তা ও সাবেক ফুটবলার সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ( মেহেদী হাসান), চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাড.নুরুল আমিন খান আকাশ, এপিপি ও ক্রীড়াসাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, পুরান বাজার ফাড়ির ইনচাজ শাহ আলম সহ ক্রীড়া সংগঠকরা।

খেলার প্রথমাধে ১ গোলে এগিয়ে থাকে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। দু দলে স্থানীয় ও বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামেন খেলতে। রেফারির শেষ বাঁশি বাজা পযন্ত তালতলাকে হারিয়ে ফাইনালে ফেলার যোগ্যতা অর্জন করে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ফুটবলার আব্দুল্লাহ। সেরা খেলোয়াড়ের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিরা।

Loading

শেয়ার করুন: