মো. আকতার হোসেন:
মতলব দক্ষিণ সদরস্থ ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন আল-আমিন ক্রীড়া চক্রের সদস্যদের অর্থায়নে শহরের তিন শতাধিক শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
৯ মে শনিবার মতলব সূর্যমুখী কচি- কাঁচার মেলা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।
এ সময় কচি-কাঁচার মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, আলআমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম, সহ- সভাপতি সফিকুল ইসলাম সাগর, লায়ন দেওয়ান মোঃ সুরুজ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, ক্লাবের কর্মকর্তা মোস্তফা কাদরী, মোজাম্মেল হক খোকন, আমির খসরু প্রধানীয়া, মহসিন রেজা, রোটা. রেদওয়ান আহমেদ জাকির, প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবণ, বিস্কুট, সাবান, চিপস, ছোলা, পেয়াজ প্রভৃতি রয়েছে।