মহান বিজয় দিবসে ওমর পাটওয়ারীর শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদক ॥

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পূর্তি আজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিলো কাঙ্খিত বাঙালির বিজয়। এ মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মেঘনা বার্তার উপদেস্টা মন্ডলীর সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবে কর্যকরী পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো: ওমর পাটওয়ারী।

এক শুভেচ্ছা বার্তায় আলহাজ¦ মো: ওমর পাটওয়ারী বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো স্বাধীনতা। যা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। আজ আমরা সেই বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন করছি।

Loading

শেয়ার করুন: