মুক্তিযোদ্ধা দিজেন্দ্র নারায়ণ চক্রবর্তী আর নেই

মেঘনাবার্তা ডেস্ক:

চাঁদপুর শহরের ট্রাক রোড়ের পোদ্দার বাড়ি ট্রাজেডির প্রধান নায়ক একমাত্র জীবিত প্রথম মুক্তিযুদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্টর ছাত্র দিজেন্দ্র নারায়ণ চক্রবর্তী (খোকন) মারা গেছে।

০৪ মে সোমবার রাত ১০টায় কলকাতার একটি হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর।

তিনিচাঁদপুরেরপ্রথমশহীদকালাম,খালেক,সুশিল,শংকরের সহযোদ্ধা। ১৯৭১ সালের ৩রা এপ্রিল দেশকে শক্রমুক্ত করতে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরনে অাহত হন। এরপর দীর্ঘ দিন যাবত কিটনী ও লিভারের সমস্যায় ভোগ ছিলেন।

তার বাবা মৃতঃ লনিনী রঞ্জন চক্রবর্তী মা মৃতঃ বিন্দু বাসীনি চক্রবর্তী। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ঐ সময় বোমায় আহত হয়ে বেঁচে গেলেও এ পর কেউ তাদের খোজ খবর আর রাখেননি।রাষ্ট্রীয় ভাবেও কোন প্রকার সাহায্য সহযোগিতা পারনি। আহত হওয়ার কারণে তিনি সংসার জীবন করতে পারেননি। তার বাড়ি চাঁদপুর সদর উপজলার মৈশাদী গ্রামে।

Loading

শেয়ার করুন: