নিজস্ব প্রতিনিধি ॥
রোববার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে এবং কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত ,চাঁদপুর সদর থানার ওসি মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।
জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশ , চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক এর চেয়ারম্যান, মোহাম্মাদ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান। অনুষ্ঠানে প্রায় ১২০০ রোগী উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, এতো সুন্দর পরিবেশে এই ধরনের মহৎ উদ্দেশ্য সত্যিই প্রশংসার দাবিদার। যারা মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তারাই মহৎ ব্যক্তি। সমাজের সবাই যদি এই ধরনের কাজ করে তাহলে আর আমাদের মধ্যে বৈষম্য থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আত্ম মানবতার সেবায় আমরা সবাই এইভাবে এগিয়ে আসি। এরকম া সবাই সমাজের অসহায়দের পাশে এগিয়ে আসলে সমাজে আর কোন অভাব অনটন থাকবে না।
তিনি আরো বলেন ,শতশত রোগীর উপস্থিতিতে বোঝা যাচ্ছে এখানের চিকিৎসা নিশ্চই ভালো হচ্ছে । আর নয় এত রোগীর উপস্থিতি হতো না। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে ভালো কাজে সব সময় সহযোগিতা থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, এ ধরনের ভালো কাজগুলো সমাজের সবাই করার চেষ্টা করি তাহলে দুনিয়াও আখেরাতে ভালো থাকা যাবে। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। সমাজে যারা বিত্তবান আছেন তারা সবাই এগিয়ে আসলে দেশ অনেক সুন্দর হয়ে যাবে। আমি এই আয়োজন কে ধন্যবাদ জানাই।