রংতু‌লির তিন বছর মেয়াদী নতুন ক‌মি‌টি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

 ১৯৮৮ সা‌লে প্রতিষ্ঠিত রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের তিন বছর মেয়াদী কার্যক‌রি ক‌মি‌টি ঘোষণা হ‌য়ে‌ছে। সোমবার সন্ধ‌্যায় রেড‌চি‌লি চাই‌নি‌জে  মাহবুব আনোয়ার বাবলুকে সভাপ‌তি ও মইনুদ্দিন লিটন‌কে সাধারণ সম্পাদক ক‌রে  আগামী তিন বছ‌রের জন‌্য ৩৫ সদস‌্য বি‌ষিষ্ট কার্যক‌রি ক‌মি‌টি গঠন করা হয়।

ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন ‌সি‌নিয়র সহ-সভাপতি এড‌ভো‌কেট কো‌হিনুর বেগম, সহ-সভাপ‌তি নজরুল ইসলাম বাদল,  মোঃ আবদুর শুক্কুর মস্তান, কাজী মাইনুল হক জীবন, মরন পাল, মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন শিশু, সাংগঠনিক সম্পাদক মৃনাল সরকার, মাকসুদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক অ‌ভি‌জিত রায়, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন মান্না, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাফানা নামরীন হোসেন মেধা, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী কাবীশা, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা মজুমদার, সমাজ সেবা সম্পাদক ওমর ফারুক, সহ-সমাজ সেবা সম্পাদক মিজানুর রহমান সরকার।
সদস‌্য সালাউদ্দিন আহমেদ শান্ত, বৈশাখী তুলি, বাদল মজুমদার, মাহবুব আলম, ফারজানা কুমকুম, রিপন চন্দ্র, রাখি মজুমদার, উম্মে ছালমা, জাকিয়া আক্তার, বিলকিস আক্তার মুক্তা, মোঃ সাইফুল ইসলাম আকাশ, আবুল কালাম ও তাহমিনা আক্তার, স‌লমা আহ‌মেদ ও আ‌দিব রিজওয়ান।

Loading

শেয়ার করুন: