রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীর শ্বশুরের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীর শ্বশুর ইয়াছিন মাঝি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৩ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

শনিবার বাদ মাগরিব শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া নুরু মাঝির বাজার ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন আলহাজ মাও. ফজলুল হক। জানাযার নামাজে সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

মৃত্যুর সংবাদ পেয়ে প্রাণীসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মরহুম ইয়াছিন মাঝির বাড়িতে ছুটে গিয়ে তার পরিবারের লোকজনদের সমবেদনা জানান।

উল্লেখ্য মরহুম ইয়াছিন মাঝি বেন স্টোক করে অসুস্থ ছিলেন। এর তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

Loading

শেয়ার করুন: