রামপুর ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে একযোগে চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নে একযোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের আলগী বাজার থেকে চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়াডের বাড়িতে বাড়িতে গিয়ে লিফটের বিতরণ করেন নেতৃবৃন্দ।
লিফটের বিতরণের পূর্বে আলগী বাজার ও ছোট সুন্দর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন বলেন, আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবীর লিফটের বিতরণ করা হয়েছে। আমাদের মূল কাজ প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে হাতে লিফটের পৌছে দিতে হবে। আগামীদিনে আমাদের অহংকার তারুণ্যে প্রতীক তারেক রহমান আপনাদের রায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা গুলো আপনারা পড়বেন। আপনারা দেখেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে মামলায় ৫ বছর জেল খাটিয়েছিলো, সেই মামলা মিথ্যা ও ভিত্তিহীন। কিন্তু আল্লাহ অশেষ রহমতে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। যারা অন্যায় করেছে তাদের বিচার আল্লাহ করেছে। আপনাদের প্রতি অনুরোধ করবো পেশীবাদীদের সাথে কেউ আতাত করবে না। আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইসহ আমরা দীর্ঘ দিন কারাভোগ করেছি। আমরা দেশ ও জনগণের সেবা করার জন্য রাজনীতি করি।
রামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাও. জসিম উদ্দিন, সহ-দফতর সম্পাদক শরীফ আহমেদ খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাবিবুর রহমান।
রামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন বিপ্লব, মো. মানিক মুন্সি, মো. আ. কাদির মিজি, ওমর ফারুক খোকা, সুমন পাটওয়ারী পাখি, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস হোসেন বেপারী, সাধারণ সম্পাদক  কাউছার হোসেন, সাংগঠনিক শেখ কাউছার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল মাহাদী, সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের।

Loading

শেয়ার করুন: