মোঃ মহিউদ্দিন:
শাহরাস্তিতে বিভিন্ন দন্ড ভুক্ত ও সাজাপ্রাপ্ত ৪ আাসামীকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।
এসময় ০১ বছর সশ্রম কারাদন্ড ৫,০০০/-টাকা অর্থদন্ড, অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত জিআর সাজা প্রাপ্ত আসামী মোঃ হাসান, জিআর পরোয়ানাভুক্ত আসামী নুর হোসেন, সিআর পরোয়ানাভুক্ত মোঃ হাসানুজ্জামান হাসান এবং নিয়মিত মামলার ০১ জন আসামী সহ সর্ব মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ০৬ ডিসেম্বর শুক্রবার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই মোঃ মনিরুল হক, এএসআই মোঃ ইউনুছ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, সাজা জিআর-১৯/১৬ (শাহরাস্তি), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১০(ক) ধারায় দোষী সাবস্থক্রমে ১ বছর সশ্রম কারাদন্ড ৫০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ হাসানকে মনিপুর থেকে, জিআর নং-৩৪৩/২০২২ এর পরোয়ানাভুক্ত আসামী নুর হোসেনকে (২৮) ভাটনিখোলা থেকে ও নারী ও শিশু মামলা নং-৩৩৬/২০১৭ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাসানুজ্জামান (হাসান) মনিপুর দঃ পাড়া থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পেনেল কোডের -৪১৩/৩৪ ধারার এজাহারনামীয় আসামী মোঃ বিল্লাল হোসেনকে (৫০) কচুয়া থানার রসুলপুর থেকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি। আসামীদের মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।।