হাইমচর অফিস ॥
৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হাইমচর থানায় দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদ কে আটক করেছেন হাইমচর থানা পুলিশ।
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হাইমচর থানায় দায়েরকৃত মামলায় সোমবার (১১ নভেম্বর) সন্ধায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ কে তার নিজ এলাকা থেকে আটক করেন হাইমচর থানা পুলিশ।
এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন বলেন, ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় অজ্ঞাত তালিকায় ১ জনকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।