শেষ হলো রোটারী ক্লাব অফ চাঁদপুর সেন্ট্রালের ৩৫তম অভিষেক অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিনিধি ॥

রোটারী ক্লাব অফ চাঁদপুর সেন্ট্রালের ৩৫তম অভিষেক ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান ।

অনুষ্ঠান শুরু ক্লাব ফ্যাসিলেটর এবং অনুষ্ঠান চেয়ার পিপি শেখ মনির হোসেন বাবুল । এরপর ক্লাবের ২০২৩-২৪ এর সেক্রেটারী রোটাঃ ডা. রাসেদা আক্তার তার ইয়ারের প্রতিবেদন তুলে ধরেন। একই তিনি ২৪-২৫ এর সেক্রেটারী রোটাঃ আবু ইউসুফ তালুকদার মানিকের কাছে কলার হস্তান্তর করেন।ওই বছরের ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ইমরান হোসেনও তার বার্ষিক প্রতিবেদন শেষে ২৪-২৫ এর প্রেসিডেন্ট রোটাঃ ডা. ইফতেখারুল আলমের কাছে কলার হস্তান্তর করেন। পরে ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ডা. ইফতেখারুল আলমের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং কান্ট্রি কোঅর্ডিনেটর ইশতিয়াক এ জামান পিডিজি বলেন, সারা বিশ্বের রোটারিয়ানরা একটি পরিবারের মত। এতে করে রোটারি কর্মকান্ড কখনোই থেমে থাকে না। এক দেশের কাজ শেষ হলেই অন্য দেশে শুরু হয়। রোটরিয়ানদের ফেলোশীপ সমাজের অন্য অংশের কাছে আদর্শ স্বরূপ। অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। নিজেদের মধ্যে ফেলোশিপ গড়ে তোলার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোও রোটারিয়ানদের কাজ। চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব নানা মানবিক কাজের সাথে যুক্ত রয়েছে। নতুন কমিটি এই মানবিক কাজগুলোকে এগিয়ে নিবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

অভিষেক অনুষ্ঠানে চলতি বছরের কার্যনির্বাহী পষিদের সদস্যদের ফুল দিয়ে অভিষিক্ত করেন পিডিজি ইশতিয়াক এ জামান।

চলতি রোটা বর্ষে ক্লাব সদস্যদের স্ব স্ব পেশায় বিশেষ অবদানের জন্য ৮ জনকে সম্মাননা জানানো হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখায় ৮ জন পেশাজীবিকেও সম্মাননা জানানো হয়। এ ছাড়া ক্লাবের নিয়ামিত প্রজেক্ট গরীব ও মেধাবী ১০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৫জন নতুন সদস্যকে ইনন্ডাকট করানো হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের মাধ্যমে সফল সমাপ্তি হয়।

Loading

শেয়ার করুন: