সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সংবাদদাতা :

কচুয়া -হাজিগঞ্জ সড়কের পূর্ব কালচোঁ এলাকার তারেকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাজন সাহা (৩৭) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ উপজেলার সাইচেংরা গ্রামের গোবিন্দ সাহার ছেলে রাজন সাহা ও তার সহযাত্রী সাইকেলে করে কচুয়ার দিকে আসতে ছিলো।

এ সময় পিছন দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাজন সাহার মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল সেটি নিশ্চিত করেছেন।

Loading

শেয়ার করুন: