কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জনসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। এসময় তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী হবে এবং এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে কয়েক ধাপ এগিয়ে যাবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা বিএনপি করি, তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে।ফরিদগঞ্জকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই। যারা এসব অপকর্মে সম্পৃক্ত থাকবে, তাদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, মফিজুল ইসলাম চৌধুরী, আবু জাফর মোঃ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক হোসেন, মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সহ-সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।
এসময় উপস্তিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।