নিজস্ব প্রতিনিধি ॥
হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহন পরিবহনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো- হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের ছেলে মো. রিয়াদ (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মো. জনি(২২) ও একই গ্রামের আমজাদের ছেলে আল আমিন (২১)।
রোববার (১০ নভেম্বর) উপজেলার বাকিলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
রিফাত জাহান জানান, মাদক সেবন ও পরিবহনের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তিনজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।