চাঁদপুরের হাজীগঞ্জে বিরল প্রজাতির মাছ দেখে তোলপাড় সৃষ্টি হয়েছে। মাছটি শাঁখার ফিস নামে পরিচিত। বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের হরিপুর গ্রামের হীরা মেম্বারের বাড়ির পুকুরে মাছটি পাওয়া গেছে।
বিরল প্রজাতির মাছটি ওই এলাকার ভুট্টু নামের এক মাছ চাষী অন্যান্য মাছের পোনার সঙ্গে নিয়ে আসেন। পরে বুধবার জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। তা দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
পরে মাছটি ইউনিয়ন পরিষদে নেয়া হয়। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাছটি দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করেন। মৎস্য অফিস মাছটি খাওয়া যাবে এমন তথ্য দেন। মাছটির নাম জানন (শাঁখার ফিস)।
পরে মাছটি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির ইমাম হোসেন সর্দার উচিত মূল্যে ক্রয় করে রেখে দেন। এখন ওই মাছটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।
চাষী ভুট্ট জানান, আমি মাছ চাষ করি কিন্তু এ মাছ আমার পুকুরে কীভাবে এসেছে বুঝিনি। তবে এ মাছগুলো সাগরে থাকে।
মোহাম্মদপুর ও আহাম্মদপুর গ্রামের আমিন ফকির ও মোজাম্মেল হক কাজল বলেন, বিরল প্রজাতির মাছ দেখে খুবই ভালো লাগছে। তবে যারাই মাছটির কথা শুনে সবাই মাছটি দেখতে আসছে।
ক্রেতা ইমাম হোসেন বলেন, মাছটি সুন্দর ও বিরল প্রজাতির দেখে যত্ন করে রেখে দেই। দর্শনার্থীরা দেখতে আসেন। আমার ভালো লাগে।