নিজস্ব প্রতিবেদক:
আগামিকাল ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা সফল করার লক্ষে জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদস্য আব্দুল গনি গাজী, নাজমুল হোসেন পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, মো. বিল্লাল গাজী, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, সোহাগ আহমেদ মাইনু, চন্দন কুমার দে, বাদল নন্দী,জিয়াউল আমিন দীপু, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, মতলব উত্তর যুবলীগের সভাপতি মো. জহির দেওয়ান, চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক আব্দুল মালেক শেখ, মতলব দক্ষিণ পৌর যুবলীগের আহ্বায়ক সোহাগ সরকার, হাইমচর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এস এম আল মামুন সুমন, হাজীগঞ্জ পৌর যুবলীগের সভাপিত হায়দার পরভেজ সুজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ঝন্টু দাস, সদস্য আব্দুল হান্নান সবুজ, মাইনুল হায়দার চৌধুরী, কাউসার আহমেদ, অরুপ কর্মকার, শোয়ব ইউনুস, কামাল হোসেন লাল্লু, নজরুল ইসলাম বাদল, আব্দুল মালেক চৌধুরী, নিলু হাওলাদার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগ সদস্য কবির হোসেন চৌধুরী প্রমূখ।