নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা যুবদলের উদ্যোগে র্যলী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বিকেলে মেহের ডিগ্রী কলেজ গেইট থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে মেয়রের নেতৃত্বে ছাত্রলীগ শ্রমীকগীগ হামলা চালিয়ে বেশ কিছু নেতাকর্মীদের আহত করেছে। যারা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে তাদেরকে আর ছাড় দেয়া হবে না। সরকার বিএনপির উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগকে আগামীতে আর ছয় নয় নির্বাচন করতে দেয়া হবে না। সরকার জনগনকে বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, রিজার্ভ নেই। দিশেহারা হয়ে এখন বিএনপির উপর হামলা চালায়। আগামীতে আমরাও প্রস্তুতি নিয়ে মাঠে নামবো আর ছাড় দেয়া হবে না।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক মোজাহের হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আঃ কাইয়ুম রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমূখ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌর যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করে।