চাঁদপুরে অ্যাড:  প্রিমিয়ার  ক্রিকেট লীগের জার্সি  উম্মোচন

স্টাফ রিপোটার  :

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে অ্যাড:  প্রিমিয়ার ক্রিকেট লীগ । সুপ্রিম কোর্ট, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দল সি,বি, এ হিলশা দল সহ লীগে  অংশ নিয়েছে ৩২ টি দল।
চাঁদপুরের দলটি অংশগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার ( ২১ নভেম্বর )  সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দলের  জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এ.এন.এ মাঈনুল ইসলাম,  সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল  আলম চৌধুরী, জেলা জজ  আদালতের পিপি অ্যাড: কুহিনুর  বেগম, জিপি অ্যাড: এ.জেড.এম রফিকুল হাসান রীপন,  স্পেশাল পিপি অ্যাড: শিরিন সুলতানা মুক্তাক্তা,  জেলা জজ আদালতের এপিপিপনসহ সিনিয়র আইনজীবীরা।

চাঁদপুরের দলটি শনিবার সকালে ঢাকা ইন্দিরারোড  খামাড়বাড়ি ক্লেমন ক্রিকেট মাঠে খেলতে নামবেন সুপ্রিম কোর্টের ২টি দল ও গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাথে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সি.বি.এ হিলসাদলের খেলোয়াড়রা হলেন  : – বদরুল আলম চৌধুরী,  নুরুল আমিন খান আকাশ, বিশ্বজিৎ কর রানা,  মুনতাসির, শিবলী, আবুল বাশার,  আবির,  সোহেল কাজী, জসিম মেহেদী, রেদওয়ান, আবু  কাউসার, নকীব,  মাসুদ রানা, সুমন মিয়া।কোচ ও ট্রেনার এ.এন এম   মাইনুল ইসলাম, আলম খান মঞ্জু ও  ইয়াসিন আরাফাত ইকরাম।

Loading

শেয়ার করুন: