চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের যোগদান উপলক্ষে পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির আহমেদের যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগের আয়োজনে এ পরিচিতি সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা মো. মহসিনুল হক ।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির আহমেদ সোমবার চাঁদপুর জেলায় যোগদান করেন। তাঁর যোগদান উপলক্ষে মঙ্গলবার তাঁকে ফুল দিয়ে বরণ করেন বিচার বিভাগের বিচারকগণ।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) আবদুল হান্নান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ(২) তোফাজ্জল হাসান হিরো, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন সহ বিচারকগণ।

Loading

শেয়ার করুন: