নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর শহরতলীর বাগাদী ইউনিয়নের গাছতলায় ডাকাতিয়া নদীর ভাঙনে ভয়াবহ রুপ নিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে ২০টি বসতঘর বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে সহস্রাধিক পরিবার। ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত নদীর কিনারে দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান গত ১০-১৫ বছর ধরে ডাকাতিয়া নদীর ভাঙনে বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার ৪নং ওয়ার্ডের জমাদার বাড়ি, খান বাড়ি ও গাজী বাড়ির প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদী গর্বে বিলীন হয়ে গেছে। ভাঙন রক্ষায় এদিন ভুক্তভোগী শত শত নারী-পুরুষ ওই মানববন্ধনে অংশ নেয়।
ওই এলাকার অধিবাসী বিলকিস বেগম,তাছলিমা বেগম,সৈয়দ খান, জাকির হোসেন খান সহ এলাতাবাসি জানান, গত এক সপ্তাহে ২০টি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে মসজিদ, মাদরাসা, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নিকট একাধিকবার স্মারকলিপি প্রদানের মাধ্যমে অবহিত করা হয়েছে। যদিও মন্ত্রী-এমপিসহ পানি উন্নয়ন বোর্ডের উধ্বতন কর্মকর্তারা বারবার পরিদর্শন করলেও ভাঙন রক্ষায় কোন সমাধান পাননি স্থানীয় বাসিন্দারা।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এই বিষয়ে বলেন, আমরা ডাকাতিয়া নদীর ভাঙন এলাকাগুলো পরিদর্শনে গিয়েছি। নদীর তীরে ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে সেখানে ভাঙনরোধে কাজ করা হবে।