হাইমচর প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপির সাথে চাঁদপুর জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য মোঃ খুরশিদ শিকদার আজ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, সাহাউদ্দিন টিটু হাওলাদার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব সোহেল হাওলাদার, সাবেক ছাত্রনেতা মান্নান খান, নীলকমল ইউপি সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগ সহ দপ্তর সম্পাদক মামুন মিজি,উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল হোসেন, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াস লিটন,সাবেক ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রবিউল হাসান রাজু, যুগ্ম আহবায়ক সোহাগ মাল সহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদার কে শুভেচ্ছা জানিয়ে বলেন জেলা পরিষদ সদস্য পদে দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন, দল এবং জনগণের জন্য কাজ করার নির্দেশনা দিয়ে জেলা পরিষদ এর দায়িত্ব পালনে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।