শিয়ালের মাংস বিক্রির প্রস্তুতি, ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়াল জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির অপরাধে মো. রাকিব হোসেন এবং মো. মজিবুর রহমান মিজি নামে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে রাখা হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- সকদিরামপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রাকিব হোসেন এবং পশ্চিম সেকদিরামপুর এলাকার মো. কলমতার মিজির ছেলে মো. মজিবুর রহমান মিজি।

ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান জানান, সকদিরামপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে শিয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি নেয়া হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় ঘটনাস্থল থেকে মো. রাকিব হোসেন এবং মো. মজিবুর রহমান মিজিকে আটক করা হয়। একইসঙ্গে জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, খবর পেয়ে জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করা হয়। এ সময় শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মো. রাকিব হোসেন এবং মো. মজিবুর রহমান মিজি নামে দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: