হাজীগঞ্জে জেরিন’স বিউটি সেলুন এর উদ্বোধন করলেন নায়িকা অপু বিশ্বাস

 

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাজীগঞ্জে এই প্রথম উদ্বোধন হলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ’জেরিন’স বিউটি সেলুন’।

৩ মে শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বিশ্বরোড কচুয়া সড়ক জাঙ্গালিয়া প্লাজার দ্বিতীয় তালায় জারিনস বিউটি স্যালুনের দ্বিতীয় শাখায় উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে বর্ণিল আয়োজনের মধ্য প্রধান অতিথি হিসেবে জারিনস বিউটি স্যালুনের উদ্বোধন করেন চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পারুল করিমের সভাপতিত্বে ও মাসুদ ইবনে করিমের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যান্ড প্রমোটর বারিশা হক, কোরিওগ্রাফার গৌতম সাহা, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা জেলার শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ জামান, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল আলম লিপন ও অফিসার ইনচার্জ আব্দুর রশিদ প্রমুখ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পারুল করিম জানান, সীমিত সময়ের জন্য সকল পার্লারের কাজের ৫০% ডিসকাউন্ট অফার থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসসহ অন্যান্য অতিথি বৃন্দদের এক নজর দেখতে হাজারো মানুষের ঢল।

Loading

শেয়ার করুন: