চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের সচেতনতার জন্য চাঁদপুর সড়ক বিভাগ“মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম” সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লা ভূঞা’র নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে “মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম” ও করোনা মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক বিভাগের উপ – সহকারি প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক,­গøাভস, স্যানিটাইজার বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, ব্যানার, লিফলেট, প্লেকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়।

কার্যক্রমে উপ -সহকারি প্রকৌশলী মারুফ হোসেন ,উচ্চমান সহকারি আবুল হোসেন, চাঁদপুর সওজ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন,ইসমাইল,মাহবুল হকসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত উক্ত কার্যক্রম পরিচালিত হয়।

Loading

শেয়ার করুন: