চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক মো. নাজির হোসেন (৩৫) ও মো. আক্কা আলী (৪০) কে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানাগেছে।

প্রাপ্ত তথ্যে থেকে জানাগেছে, আজ রোববার ১৩.৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামী মো:নাজির হোসেন (৩৫), পিতা- বাচ্চু মিয়া, মাতা- নাসরিন বেগম, সাং- বিষ্ণুদি ( ভাই ভাই ভিলা), থানা ও জেলা- চাঁদপুরকে সেবনরত অবস্থায় ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

অপরদিকে বেলা ১৫.৩০ টার দিকে চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকারে নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন আক্কাস আলী রেলওয়ে কাঁচা কলোনী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামী মো: আক্কাস আলী (৪০), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-মন্টু বেগম, সাং- ইসাপুরা, রসিদ (মাস্টার বাড়ী), থানা- হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে সেবনরত অবস্থায় ৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Loading

শেয়ার করুন: