চাঁদপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর সদরে বিসিএসআইআর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সালমা আহমেদ প্রবন্ধক উপস্থাপন করেন। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা তাদের স্মার্ট চিন্তার প্রতিফলনের মাধ্যমে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির ব্যবহারকে টেকসইকরণে উদ্বুদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Loading

শেয়ার করুন: