ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলাবাসী।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যাহ তপদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম- সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সফর আলী সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মমিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. কাদের, বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জ্বল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম নান্নু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদারের ওপর হামলা মানে সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা। যা মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার পক্ষের শক্তির লোকজন কখনোই মেনে নিতে পারে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সকলে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমরা আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিল সমাবেশ করছি। সেই মিছিলে অংশগ্রহণ করার কারণে হামলার শিকার হতে হবে, তা মেনে নিতে পারি না।
উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিলে অংশগ্রহণ করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যাহ তপাদার প্রতিপক্ষ কর্তৃক হামলার শিকার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।