স্টাফ রিপোটার ॥
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি, জিপি, স্পেশাল পিপি, সহকারী পাবলিক প্রসিকিউটরা ( এপিপি) ।
শুক্রবার ( ১৫ নভেম্বর ) রাতে সরকারী কৌসুলিগন জেলা বিএনপির সভাপতির সাথে আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: এ. জেড. এম রফিকুল ইসলাম রীপনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আকতার হোসেন মাঝী, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড: শামসুল ইসলাম মন্টু , সহ- সভাপতি ডি এম শাহজাহান।
সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনূর বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের সাবেক সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, স্পেশাল পিপি ( নারী শিশু আদালত ) অ্যাড: শিরীন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী ও সরকারী আইন কমকর্তা অ্যাড: তোফাজ্জল হোসেন, অ্যাড: জাকির হোসেন ফয়সাল, অ্যাড: আব্দুল্লা হীল বাকী, অ্যাড: জসিম মেহেদী, অ্যাড: অ্যাক্তার হোসেন, অ্যাড: আলম খান মঞ্জু প্রমুখ। এ সময় জেলা জজ আদালতের অনান্য সরকারী আইন কমকর্তারা উপস্থিত ছিলেন।